House Details of BAF Shaheen College Jashore


বি এ এফ শাহীন কলেজ যশোর—এ সকল শ্রেণির শিক্ষার্থীরা ৪টি হাউজে বিভক্ত।
হাউজসমূহ হলো (১) রবিন, (২) মার্লিন, (৩) ঈগল ও (৪) ফ্যালকন।

প্রত্যেক বছর বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উক্ত হাউজসমূহের মধ্যে বিভিন্ন খেলা-ধুলা ও ইভেন্ট এর মধ্যে কম্পিটিশন হয়।
আবার বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রামে একইভাবে হাউজসমূহের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় যে হাউজের স্কোর / পয়েন্ট সবচেয়ে বেশি থাকে উক্ত হাউজকে প্রথম বা ১ নম্বর হাউজ বলা হয়। এভাবে ২য়, ৩য় ও ৪র্থ নং হাউজ নির্ধারণ করা হয়।


শিক্ষার্থীদের হাউজ যাচাই/নির্ণয়:—

প্রতিটি ক্লাসের রোল নং ১ শিক্ষার্থী হবে প্রথম হাউজ, রোল নং ২ হবে ২য় হাউজ, রোল নং ৩ হবে ৩য় হাউজ এবং রোল নং ৪ হবে ৪র্থ হাউজ।
একইভাবে পরবর্তী রোল ৫ হবে ১ম হাউজ, রোল ৬ হবে ২য়, রোল ৭ হবে ৩য় এবং রোল ৮ হবে ৪র্থ হাউজ। এভাবে পর্যায়ক্রমিকভাবে শিক্ষার্থর্ীরা তাদের রোল অনুসারে চারটি হাউজের যে কোন একটি হাউজের অন্তর্ভুক্ত হবে।
কোন শিক্ষার্থী তার ক্লাসের রোলকে ৪ দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ ০ হয় তবে সে ৪র্থ হাউজ, ভাগশেষ ৩ হলে ৩য় হাউজ, ভাগশেষ ২ হলে ২য় হাউজ এবং ভাগশেষ ১ হলে ১ম হাউজ হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদের হাউজ যাচাই করতে পারে।